বরগুনার পাথরঘাটায় মালবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাইনচটকি ফেরি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা ওই এলাকার কবিরের মেয়ে। স্থানীয়রা জানায়, খাদিজা রাস্তা পার হচ্ছিল। এ সময় যশোর থেকে বরগুনাগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। কাকচিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু এ তথ্য নিশ্চিত করেছেন। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার কথা জানতে পেলে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :