ঢাকার সাভার হেমায়েতপুর তেলের ট্যাংকার উল্টে ৫টি গাড়িতে আগুনের ঘটনায় মো. সাকিব (১৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ট্রাকের হেলপার ছিলেন। এ ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে। মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাকিবের শরীরের শতভাগ দগ্ধ ছিল।
মৃতের বড় ভাই মো. নাঈম জানান, অভাবের সংসার। তাই ৪ মাস আগে তাকে কাজে দেয়া হয়। সে ট্রাকের হেলপারের কাজ করতো। নাঈম নিজেও পাইলিংয়ের কাজ করেন। আর তাদের বাবা খাগড়াছড়িতে অটোরিকশা চালান।
তিনি বলেন, যতটুকু জেনেছি, তাদের ট্রাকে করে তরমুজ নিয়ে গাজীপুর কাঁচামালের আড়তে যাচ্ছিল। ভোরে সংবাদ পাই সে আগুনে দগ্ধ হয়ে বার্ন ইনিস্টিউটে ভর্তি রয়েছে। পরে হাসপাতালে এসে দেখি তার গোটা শরীর পুড়ে গেছে।
গত মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় ঘটনাস্থলেই ইকবাল নামের একজন ট্রাক হেলপার মারা যান। পরে আড়ৎ ব্যবসায়ী নজরুল ইসলাম নামে আরও একজনকে বার্ন ইনস্টিটিউটে নেয়ার পর মারা যান। একইদিন রাত সাড়ে ৯টায় ট্রাক চালক হেলাল হাওলাদার মারা যান।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :