ময়মনসিংহের নান্দাইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পের ৯৪ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।রবিবার (৭ এপ্রিল) উপজেলার গাংগাইল ইউনিয়নের শাইলধরা বাজার থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল এ অভিযান চালান।
ইউএনও বলেন,গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেল ৫টার দিকে তিনি উপজেলার গাংগাইল ইউনিয়নের শাইলধরা বাজারে যান।
তথ্য অনুযায়ী বাজারের একটি তালাবদ্ধ দোকানে রাখা সরকারি সিল মারা চালের বস্তাগুলো উদ্ধার করেছেন। তবে ওই দোকানটির মালিক খবর পেয়ে পালিয়ে গেছেন। এ ছাড়া বাজারের অন্য পাশে কয়েকজন ব্যক্তিকে সরকারি বস্তা পাল্টিয়ে প্লাস্টিকের বস্তায় চাল ভরার সময় সেখানে গেলে তাঁরা বস্তা রেখে পালিয়ে যান। চাল পাচারের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নান্দাইল মডেল থানার ওসিকে বলা হয়েছে। স্বচ্ছলদের নাম তালিকায় ঠাঁই পেয়ে থাকলে তা কিভাবে হয়েছে তা খতিয়ে দেখতে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের বলা হবে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :