ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত পণ্যবাহী ট্রেনের উদ্ধার কাজ শেষ হয়েছে। এতে স্বাভাবিক হয়েছে ঢাকাগামী ট্রেনের চলাচল। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে এটির কাজ শেষ হয়।
এর আগে সোমবার (৮ এপ্রিল) রাতে জেলার গোকর্ণঘাট রেলক্রসিং এলাকায় লাইনচ্যুতির ঘটনা ঘটে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এক লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল করা সিডিউল বিপর্যয় ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্যবাহী একটি কন্টেইনার ট্রেন ঢাকা যাচ্ছিল। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছাড়ার পর গোকর্ণঘাট রেলক্রসিংয় এলাকায় পৌঁছালে চাকা লাইনচ্যুত হয়। এতে প্রায় এক ঘণ্টার মতো বন্ধ থাকে ঢাকাগামী ট্রেন চলাচল। পরে বিকল্প লাইনে চলাচল শুরু হয়।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :