জেলায় পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবার রাঙ্গামাটি শহরে ৭টি স্থানে বিভিন্ন ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হয়েছে।ঈদগাহ ময়দান ছাড়াও রাঙ্গামাটির বিভিন্ন মসজিদেও ঈদ জামাত অনুষ্ঠিত হয় ।
রাঙ্গামাটিতে এবার ঈদের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় তবলছড়ি কেন্দ্রীয় ঈদ মাঠে। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান তবলছড়ি ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ গ্রহণ করেন। এখানে সকাল ৮ টা ও ৯ টায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ সুখী নীলগঞ্জ পুলিশ লাইনে ঈদের জামাত আদায় করেন।শহরের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান কোর্টবিল্ডিং মাঠে অনুষ্ঠিত হয়। এখানে রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
এছাড়া রিজার্ভ বাজার শহীদ আব্দুস শুক্কুর স্টডিয়াম, রাঙ্গামাটি সরকারী কলেজ মাঠসহ ৭টি স্থানে দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লীরা বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি কামনা করেন এবং নামাজ শেষে একে অন্যের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :