ফরিদপুরের বোয়ালমারীতে ঈদ আনন্দ উপভোগ করতে শেখ রাসেল পৌর শিশু পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।
শুক্রবার (১২ এপ্রিল )বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সের দর্শনার্থীরা ভিড় করতে থাকেন বোয়ালমারী উপজেলার সংলগ্ন শহীদ শেখ রাসের স্মৃতি পৌর শিশু পার্কে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ঈদ আনন্দ উপভোগ করতে প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে দর্শনার্থীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় পার্কটি। বিনোদনের জন্য বোয়ালমারী উপজেলারতে একমাত্র পার্কটিকে তাই আগে নতুনরূপে সাজিয়েছে কর্তৃপক্ষ।
শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্ক প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। ১০ টাকা টিকিটের বিনিময়ে সব বয়সী দর্শনার্থী এ পার্কে প্রবেশ করতে পারেন।
পার্কটিতে রয়েছে দোলা, দৃষ্টিনন্দ প্যাডেল সাইকেল , চরকিসহ নানা ধরনের খেলা। সেই সঙ্গে রয়েছে দৃষ্টিনন্দন বিভিন্ন পশু-পাখির ভাস্কর্য, যা পার্কটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। দূর-দূরান্ত থেকে আসা শিশুরা এসব রাইডে চড়ে যেমন একদিকে ঈদ আনন্দ উপভোগ করছে, তেমনি অন্যদিকে পার্কের সৌন্দর্য দেখেও হচ্ছে বিমোহিত। তাই সুখকর স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করতে পরিবারের সঙ্গে অনেক শিশুকেই ভাস্কর্যে বসে ছবি তুলতে দেখা গেছে।
দর্শনার্থীদের চাপ বেশি থাকায় প্রতিটি রাইডের সামনেই শিশুদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে শিশুদের সে কষ্ট অনেকটাই ফিকে হয়েছে রাইডগুলোতে চড়ে ঈদ আনন্দ উপভোগ করতে পেরে। সুব্যবস্থা, নিরাপত্তা ও সুশৃঙ্খলিত থাকায় শিশুদের পাশাপাশি পার্কের সার্বিক ব্যবস্থাপনা দেখে খুশি অবিভাবকরাও।
বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ চৌধুরী বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা করার সুযোগ থাকা উচিত। বোয়ালমারীতে খেলার মাঠের অনেক অভাব। তাই শিশু পার্ক ও খেলার মতো জায়গা আরও দরকার।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :