নানা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। নববর্ষকে স্বাগত জানাতে রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়ার গাড়ি, লাঠি খেলা অংশ নেয়। উপজেলা পরিষদ চত্বর হতে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদর্শন করে শোভাযাত্রাটি। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠার ভিন্ন ধারায় পহেলা বৈশাখকে বরণ করে।
পরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানার ওসি মো. মাহবুব আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর আহমেদ লস্কর, দহবন্দ ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম সরকার রেজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞা, সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, এমদাদুল হক বাবলু, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার করা হয় এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :