ফরিদপুরে শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে অভিনব কৌশলে ইজিবাইক নিয়ে উধাও হয়েছেন দুই তরুণ-তরুণী।
রোববার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিকেলে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইজিবাইক চালক মো. গোলাপ আলী ফকির (৪০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত আব্দুর রহিম ফকিরের ছেলে।
ভুক্তভোগী ইজিবাইক চালক বলেন, দুপুর পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালের সামনে থেকে এক যুবক (৩৫) ও এক তরুণী (১৯) যাত্রী সেজে আমার লাল-খয়েরি রঙের ইজিবাইকে ওঠেন। তারা আমাকে ফরিদপুর শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় নিয়ে সেখানে অজ্ঞাত এক যুবকের (৩০) সঙ্গে কথা বলেন।
ওই যুবক নিজেকে পুলিশ কর্মকর্তা বলে পরিচয় দেন। আমার ইজিবাইকে থাকা দুই যাত্রীও ওই যুবককে পুলিশ কর্মকর্তা বলে আমাকে জানান। এরপর দুই যাত্রী আমাকে ফরিদপুর জজ কোর্ট চত্বর পৌর মার্কেটের সামনে নিয়ে দাঁড় করিয়ে পাশের এক দোকান থেকে পানির বোতল ক্রয় করেন।
এরপর দুপুর সোয়া ২টার দিকে আমার ইজিবাইকে থাকা দুই যাত্রী আবারও আমাকে কমলাপুর তেঁতুলতলা এলাকায় নিয়ে যান। সেখানে গিয়ে ইজিবাইকে থাকা যুবক নেমে যান এবং ওই তরুণী পুলিশ কর্মকর্তার পরিচয়দানকারী ওই যুবকের কাছে যান। সেখানে গেলে পুলিশ পরিচয়দানকারী যুবক আমার ইজিবাইকে ওঠেন।
সেসময় তারা আমাকে বলেন, রাস্তায় নেমে যাওয়া ওই যুবক ইজিবাইকে থাকা তরুণীর ভাই। তার কাছে ওই তরুণীর টাকা রয়েছে। এ কথা বলে আমাকে তার ভাইয়ের কাছ থেকে টাকা এনে দিতে বলেন। আমি সরল মনে তার কথামত টাকা আনতে গিয়ে দেখি সেখানে ওই যুবক নেই। আমি ফিরে এসে দেখি আমার ইজিবাইক ও দুই যাত্রীও নেই। এরপর আমি অনেক খোঁজাখুঁজির পর ইজিবাইকটি না পেয়ে বুঝতে পারি আমার ইজিবাইকটি অভিনব কৌশলে ছিনতাই করা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ইজিবাইক ছিনতাইয়ের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ইজিবাইক উদ্ধার ও অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :