তিন দিনের অপেক্ষার পর রাজবাড়ীর পদ্মা-যমুনার মোহনায় জেলে মাজেদ শেখের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের কাতল মাছ। পরে মাছটি এক হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
সোমবার (১৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে পদ্মা-যমুনার মোহনার আলোকদিয়া চর এলাকায় মাছটি ধরা পড়ে।
মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নেওয়া হলে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা ডাকের মাধ্যমে এক হাজার ৪০০ টাকা কেজি দরে ক্রয় করেন।
জেলে মাজেদ শেখ বলেন, তিন দিন নদীতে অপেক্ষায় থাকার পর আজ সকালে মাছটি ধরা পড়েছে। মাছটি নিলামে বিক্রি করেছি।
মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, আমরা পদ্মার বড় বড় মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকি। মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে নিয়েছি। বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। সামান্য লাভে বিক্রি করে দেব।
একুশে সংবাদ/.প্র/জাহা
আপনার মতামত লিখুন :