পরিবার পরিজনের সঙ্গে ঈদ ও নববর্ষের আনন্দ ভাগাভাগি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরছে মানুষ। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ভোগান্তি নেই বললেই চলে, এছাড়াও এবার ঈদ যাত্রায় ভোগান্তি ছাড়াই কর্মস্থলে থেকে নিজ নিজ গ্রামের বাড়িতে ভোগান্তি ছাড়াই পৌঁছাতে পেরেছে মানুষ।
সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাট এলাকা ঘুরে দেখা যায় যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট পাড়ি দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। তবে ঘাট এলাকায় আগের মত কোন যানবাহনের জট দেখা যায় নাই। ঘাটের জিরো পয়েন্ট হতে ঢাকা-খুলনা মহাসড়কের দূরপাল্লার যাত্রীবাহী বাস, মাইক্রোবাসসহ যে যানবাহন গুলো ঘাটে আসছেন তারা সরাসরি ফেরিতে উঠছে। যাত্রীরা বলছেন, ঈদ শেষে স্বজনদের রেখে কর্মস্থলে ফিরতে কষ্ট হচ্ছে। তবে ঘাট এলাকায় ভিড় না থাকায় স্বস্তির কথাও জানান তারা।
যশোর থেকে আসা ঈগল পরিবহনের যাত্রী সাইফুল ইসলাম বলেন, গত বছরে অনেক কষ্ট করে কর্মস্থলে ফিরতে হয়েছে। এবার ঘাটে কোন রকম যানজট দুর্ভোগ ছাড়াই সহজে ফেরিতে উঠতে পেরেছি এবং স্বস্তিতে কর্মস্থলে পৌঁছাতে পারবো এটা আসলেই অনেক আনন্দের।
গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী সজিব বলেন, ঈদের আগে ঘাট পরিস্থিতি স্বাভাবিক ছিল সুন্দর ভাবে বাড়িতে ফিরতে পারছিলাম। আজ আবার কর্মস্থলে ফিরছি এটাও অনেক স্বস্থির। কোথাও কোন রকম ভোগান্তি নেই। দৌলতদিয়া ফেরি ঘাটে ফেরির নাগাল পেতে কোন ভোগান্তি ছাড়াই রাজধানীতে পৌঁছাতে পারবো বলে নিজের কাছে খুব আনন্দ লাগছে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির অফিস ইনচার্জ এসআই মো. ফরিদুজ্জামান বলেন, ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফিরছে আর এই কর্মে ফেরা মানুষ ও যানবাহনের ভোগান্তি দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়নি। ফেরি ঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে দৌলতদিয়া নৌপুলিশ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা কাজ করছে। আশা করছি এবার অন্যান্য বছরের থেকে যাত্রী ও যানবাহনের পারাপার হবে কোন রকম ভোগান্তি ছাড়াই স্বস্তির।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক (বানিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঈদের আগে ও পরে যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি ও ২০ লঞ্চ চলাচল করছে। ঈদের আগে ও ঈদের পরে দুর্ভোগ ছাড়াই যাত্রী ও যানবাহন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পেরেছে। আশা করছি বাকী যে কয়েকটা দিন আছে সেদিন গুলিও কোন রকম ভোগান্তি ছাড়াই ফেরি ও লঞ্চ পার হয়ে যাত্রী ও যানবাহন গুলো নির্ভিগ্নে গন্তব্যে পৌঁছাতে পারবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :