AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে এলো বিজিপির আরও ১৮ সদস্য, তিন দিনে ৩৪


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫২ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪
বাংলাদেশে এলো বিজিপির আরও ১৮ সদস্য, তিন দিনে ৩৪

মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে দেশটির বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনীর আরও ১৮ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে গত তিন দিনে দেশটির মোট ৩৪ জন সেনা ও বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ এখন পর্যন্ত নতুন করে আরও ১৮ জন বিজিপি ও সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে কোন বাহিনীর কতজন সদস্য রয়েছেন তা এখনই বলা যাচ্ছে না। এদের মধ্যে সকালে দুই জন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে এবং ১০ জন জমছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। বাইশফাড়ি সীমান্ত দিয়ে দুপুরে ১ জন এবং জমছড়ি সীমান্ত দিয়ে বিকেলে এসেছেন ৫ জন।

উল্লেখ্য, গতকাল সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের দুই জন সেনা সদস্য বাংলাদেশে পালিয়ে আসে। গত রোববারও টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে আসে বিজিপির ১৪ জন সদস্য।

নতুন করে বাংলাদেশে পালিয়ে আসা ৩৪ জনকেই নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি হেফাজতে নেয়া হয়েছে। সেখানে আগে থেকে আরও ১৮০ জন সদস্য আশ্রয়ে রয়েছেন। ফলে এ নিয়ে বর্তমানে মিয়ানমারের মোট ২১৪ জন সেনা ও বিজিপি সদস্য আশ্রয়ে রয়েছেন।

চলতি বছরে এর আগেও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ ৩৩০ নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। পরে তাদেরকে গত ১৫ ফেব্রুয়ারি নিজ দেশে ফেরত পাঠানো হয়।

 

একুশে সংবাদ/ই.স.প্র/জাহা

 

Link copied!