মেহেরপুরের গাংনী উপজেলায় তীব্র তাপদাহের মধ্যে বাড়ির উঠানে কাজ করার সময় এক গৃহবধূর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে কিনা জানতে ইউএনও এবং স্বাস্থ্য কর্মকর্তাকে তার বাড়িতে পাঠানো হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
রোববার (২১ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে এই নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নোমাজ আলী। মারা যাওয়া ৪৫ বছরের শিল্পী খাতুন ওই গ্রামের আবু তাহেরের স্ত্রী এবং পার্শ্ববর্তী আমতৈল গ্রামের বিল্লাল মালিথার মেয়ে।শিল্পী খাতুনের দুটি ছেলে আছে।
শিল্পী খাতুনের চাচাতো বোন তছলিমা খাতুন জানান, গত কয়েক দিনের মতো রোববার সকাল থেকে শুরু হয়েছে তীব্র তাপদাহ শুরু হয়েছে। এর মধ্যে শিল্পী খাতুন নিজ বাড়িতে উঠানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ স্ট্রোক করে মারা যান তিনি। এর আগে তাপদাহে ৩ দিন ধরে শিল্পী খাতুন জ্বর এবং বমিতে অসুস্থ ছিলেন বলে জানান এই স্বজন।
একুশে সংবাদ/বি.নি./ এসএডি
আপনার মতামত লিখুন :