চলমান তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শ্রমজীবী মানুষের মধ্যে কিছুটা প্রশান্তি দিতে বিশুদ্ধ সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে সেচ্ছাসেবী ‘সংগঠন তারুণ্যের সরাইল’।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের অন্নদা স্কুলমোড়ে পাঁচ শতাধিক পথচারী, সিএনজি ও অটোরিক্সা চালকসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।এসময় সিনিয়র এডমিন পাবেল মিয়া, শিবলী সাদিক , কাজী শরিফ, আতিকুল ইসলাম ইফরান, সাহিন হক শুভসহ আরোও অনেকই উপস্থিত ছিলেন।
এসময় তারুণ্যের সরাইলের সিনিয়র এডমিন রায়হান চৌধুরী অভি জানান, তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ; এমন পরিস্থিতিতে বেশি বেশি পানি করা উচিৎ। এই চিন্তা চেতনা থেকে প্রবাসী ইব্রাহিম রুসমত ও মৃধা ইমনের উদ্যোগে ও আমাদের সার্বিক তত্ত্বাবধানে আজ ৫ শতাধিক ঠান্ডা পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :