সারাদেশের মত তীব্র তাপপ্রবাহ বইছে কিশোরগঞ্জের হোসেনপুরেও। গরমে সবারই হাঁসফাঁস অবস্থা। কাজের প্রয়োজনে অনেককেই বাইরে যেতে হচ্ছে। তপ্ত রোদে এসব মানুষের কাছে স্বস্তির পরশ নিয়ে হাজির হচ্ছেন নগরীর কিছু স্বেচ্ছাসেব যুবক।
পথচারী এবং বিভিন্ন স্থান থেকে ইজিবাইক ও রিকশায় আসা যাত্রী ও চালকদের কাছে স্বেচ্ছাসেবক যাচ্ছেন শরবত ও ঠান্ডা পানি নিয়ে। মাথায় পড়িয়ে দিচ্ছেন টুপি।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী উপজেলার নতুন বাজার মোড় এলাকায় গিয়ে দেখা যায় এমন কার্যক্রম।
জাকারিয়া, জুনায়েদ আহমেদ, রাপায়েদ উল্লা নাঈম, জহিরুল ইসলাম, মো. আসাদুল্লাহ, শাহারুলসহ সবাই “হেরার আলো ইসলামি ফাউন্ডেশন”র নামের একটি সংগঠনের স্বেচ্ছাসেবক।
প্রতিষ্ঠার পর থেকে এ উপজেলায় সংগঠনটি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে তারা।
দিনমজুর মাজেদ উদ্দিন বলেন, প্রচণ্ড গরমে তাদের এ উদ্যোগটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ঠান্ডা শরবতে শরীরটা শীতল হয়ে গেছে। টুপিটা রোদ থেকে বাঁচাবে।
হেরার আলো ইসলামি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মো. জাকারিয়া জানান, তীব্র গরমে পথচারী ও বিভিন্ন গাড়ি চালকদের জন্য আমাদের এ আয়োজন। গরমে ঠান্ডা শরবত ও টুপি তাদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :