চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পরিত্যক্ত গভীর নলকুপের পাইপের মধ্যে পড়ে প্রায় ১৪০ফুট নিচে তলিয়ে গেছে রনি বর্মন (২৩) নামে মানষিক ভারসাম্যহীন এক তরুণ।
ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলার নাচোল উপজেলার নেজামপুর নামক স্থানে।
রনি বর্মন হচ্ছে জেলার নাচোল উপজেলার নেজামপুর গ্রামের চৈতন্য বর্মনের ছেলে।
স্থানীয়রা জানায়, মানষিক ভারসাম্যহীন রনি বর্মন বেলা ১১টার দিকে নেজামপুর এলাকার একটি পরিত্যক্ত গভীর নলক‚পের পাশে ঘুরাঘুরি করছিল। কিন্তু পরিত্যক্ত নলকুপের পাইপের মুখে কোন ঢাকনা না থাকায় রনি বর্মন পাইপের মধ্যে পড়ে প্রায় ১৪০ ফুট নিচে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি ফার সার্ভিসে জানালে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে।
এই সংবাদ লেখা পর্যন্ত (বিকাল ৩টা) তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পাইপের মধ্যে তার শব্দ পাওয়া যাওয়ায় সে এখনও জীবিত আছে বলে জানায় উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :