AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাল ভোটের অভিযোগে ৬ মাসের কারাদণ্ড নারীর


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,পটুয়াখালী
০৩:১৭ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪
জাল ভোটের অভিযোগে ৬ মাসের কারাদণ্ড নারীর

ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দি‌তে গি‌য়ে এক নারী (২৫) আটক হয়েছেন। প‌রে তা‌কে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পটুয়াখালী জেলার সদর উপ‌জেলার ভু‌রিয়া ইউনিয়নের ১৬৪ নম্বর পশ্চিম ভায়লা সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয় ভোটকে‌ন্দ্রে র‌বিবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. এখলাসুর রহমান।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, বেলা সা‌ড়ে ১২টার দি‌কে ওই কে‌ন্দ্রে ছদ্মবেশে দ্বিতীয়বার ভোট দি‌তে আসেন ওই নারী। এ সময় প্রার্থীর এজেন্টদের সন্দেহ হলে তাকে হিজাব খুলতে বলা হয়। প‌রে তা‌কে চ্যালেঞ্জ করা হ‌লে তিনি দোষ স্বীকার ক‌রেন। পরে বাংলা‌দেশ নির্বাচন ক‌মিশন আইনের ১৮৬০-এর ১৭১ (চ) ধারা অনুযায়ী আসামির উপ‌স্থি‌তি‌তে তা‌কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হ‌য়ে‌ছে।

প্রিসাইডিং অফিসার জানান, দণ্ডপ্রাপ্ত ওই নারী অন্যের ভোট দিতে এসে আটক হয়েছেন। তা‌কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওই নারী জানান, তিনি একজন মেম্বার প্রার্থীর প‌ক্ষে ‌দ্বিতীয়বার ভোট দি‌তে এসেছিলেন।

 

একুশের সংবাদ/বা.ট্রি./ এসএডি

 

Link copied!