পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবীতে ভেসে এসেছে যুদ্ধে ব্যবহৃত টর্পেডো সদৃশ বস্তু।
রোববার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে জাহাজমরা সমুদ্র সৈকতের নিকটবর্তী ভাঙার খালে বস্তুটি দেখতে পান স্থানীয় জনতা।
স্থানীয় মানুষের ধারনা, সমুদ্র থেকে ভেসে এটি খালে প্রবেশ করেছে এটি।
টর্পেডো সদৃশ বস্তুর গায়ে ভারতের পতাকার রঙের ডোরাকাটা দেখে স্থানীয়দের অনেকে ধারণা করছেন, এটি ভারতের হতে পারে।
স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এবিষয় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই টরর্পেডো সদৃশ বস্তুটি দেখতে খালপাড়ে ভিড় করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :