মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ নির্বাচনে নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজুল ইসলাম। তিনি তালা প্রতীক নিয়ে ১৩০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএ সালাম মোরগ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫৭১। অন্য প্রার্থীদের মধ্যে আবু সাঈদ ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে ৫০৩, মোঃ সোলেমান আহমদ ফুটবল প্রতীক নিয়ে ১৭৬ ভোট ও হুমায়ূন কবির বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে মাত্র ২ ভোট পেয়েছেন।
রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত। সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সাধারণ ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
বশিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৪৪৬৮ জন ভোটারের মধ্যে ২৫৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল ভোট ২৮ টি। এ উপনির্বাচন ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ইউপি নির্বাচনে এ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য জয়নাল আবেদীন ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলে এ ওয়ার্ডের সদস্য পদটি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।
ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার ভূমি সানজিদা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন, ওসি (তদন্ত) হুমায়ূন কবির এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আরিফ খান বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :