সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ তিনঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, রোববার বিকেল ৫টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় ঝড়ে রেললাইনে গাছ ভেঙে পড়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ স্টেশনে দুটি ট্রেন আটকা পড়ে।
শ্রীমঙ্গল স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন জানান, বিকেলে শ্রীমঙ্গলে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়। এতে শ্রীমঙ্গল স্টেশন ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনের উপর কয়েকটি গাছ পড়ে। ফলে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে গাছগুলো অপসারণ করলে রাত ৮টার দিকে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
একুশে সংবাদ/য.টি/সা.আ
আপনার মতামত লিখুন :