AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
টানা তীব্র তাপদাহ

বাউফল পৌর শহরে ছিটানো হচ্ছে পানি


বাউফল পৌর শহরে ছিটানো হচ্ছে পানি

পটুয়াখালীর বাউফল পৌর শহরের বিভিন্ন সড়কে পানি ছিটানো হচ্ছে। টানা তীব্র তাপদাহ থেকে একটু স্বস্থির জন্য পৌরসভার ট্রাকে ট্যাংকি বসিয়ে ছিদ্রযুক্ত পাইপের মাধ্যমে পানি ছিটানো হচ্ছে। ফলে কিছুটা হলেও পৌর নাগরিক ও পথচারীরা সড়কের উত্তাপ থেকে স্বস্থি পাচ্ছে।

পৌরসভার মেয়র জিয়াউল হক  জুয়েলের নির্দেশে প্রতিদিন পৌর সড়কে পানি ছিটানো হচ্ছে।

এবিষয় পৌরনির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, তীব্র তাপদাহের কারণে পথচারীদের উত্তপ্ত সড়ক দিয়ে চলাচল এক রকম কষ্ট কর হয়ে পরেছে। তাই  কিছুটা স্বস্থির জন্য পৌর মেয়রের নির্দেশে সড়কে পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, তীব্র তাপদাহের কারণে  উত্তপ্ত সড়কে পানি ছিটানোর পরপরই তা শুকিয়ে যাচ্ছে। এদিকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘন্টা শহর ও শহরতলীর আশপাশের  কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও কলেজ পরির্দশন করে দেখা গেছে। শিক্ষার্থীদের উপস্থিতি খুবই  কম। শ্রেণীকক্ষে ফ্যান থাকলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, তাপদাহের কারণে ঘরে ঘরে জ্বর ও ডায়েরিয়া দেখা দিয়েছে। তাই অভিভাবক তাদের সন্তানদের অসুস্থতার কথা চিন্তা  করে তাদের স্কুলে পাঠাচ্ছেন না।

এদিকে গুগলে বাউফলের তাপমাত্রা  ৩৭ ডিগ্রি  সেলসিয়াস দেখানো হলেও অনুভব হচ্ছে ৪৯ ডিগ্রি  সেলসিয়াস  তাপমাত্রা। 

 

একুশে সংবাদ/মো.ফো.উ/সা.আ

Link copied!