নেত্রকোনার কেন্দুয়ায় পুকুর থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় বুধবার (১ মে) দুপুরের দিকে উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামের ইমরান খান ভেকু দিয়ে তার পুকুর খনন করার সময় একটি অবিস্ফোরিত গ্রেনেড দেখতে পান। পরে কেন্দুয়া থানা পুলিশকে সংবাদ দেয়া হয়। পুলিশ এসে অবিস্ফোরিত গ্রেনেডটিকে পানি ভর্তি বালতির মধ্যে রেখে এলাকার লোকজনকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে নির্দেশ দিয়েছেন।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক এনামুল হক পিপিএম বলেন, বুধবার দুপুরের দিকে অবিস্ফোরিত গ্রেনেডটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। থানা পুলিশ সেখানে অবস্থান করছেন। এটিকে নিরাপদে ধ্বংস করার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :