মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলামের নেতৃত্বে এবং শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় শহরের বিভিন্ন স্থানে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হয়।
রবিবার ৫ মে দুপুরে শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোড, নতুনবাজারসহ বিভিন্ন স্থানে নিত্যপণ্য সামগ্রী, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, প্যাকেটজাত পণ্যের গায়ে মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সোনার বাংলা রোডে অবস্থিত রাহী আইসক্রীমকে ১৫ হাজার টাকা, নতুনবাজারে অবস্থিত দেবাশীষ স্টোরকে ১ হাজার টাকা, নীলকান্ত স্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে বলে তিনি জানান।
ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণসহ নিত্যপণ্য সামগ্রী, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :