AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কর্ণফুলী নদীর তলদেশে বিধ্বস্ত বিমান শনাক্ত


কর্ণফুলী নদীর তলদেশে বিধ্বস্ত বিমান শনাক্ত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বাংলাদেশ বিমানবাহিনীর বিধ্বস্ত বিমানটি শনাক্ত করা হয়েছে। বিমানটি শনাক্তের পর উদ্ধার অভিযান শুরু করেছে নৌ বাহিনীর উদ্ধারকারী জাহাজ।

বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে নদীর তলদেশে বিমানটি শনাক্ত করা হয়।

এর আগে কর্ণফুলী নদীতে বিমানটির খোঁজে নামে নৌবাহিনীর ডুবুরি দল। অত্যাধুনিক প্রযুক্তি আর ম্যানুয়াল দুই পদ্ধতি ব্যবহার করেই খোঁজা হয় বিমানটি।

বঙ্গোপসাগর আর কর্ণফুলী নদীর মোহনা হওয়ায় নদীর তলদেশ খুব গভীর। এজন্য বেশ বেগ পেতে হয় নৌবাহিনীকে।

বিমানটি দ্রুত শনাক্ত করতে না পারলে এ পথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতো বলে জানিয়েছে নৌবাহিনী। এছাড়াও এই পথেই দেশি-বিদেশি জাহাজ পৌঁছায় চট্টগ্রাম বন্দরে।

বেলা ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানে আগুন লেগে পতেঙ্গার কর্ণফুলী নদীর মোহনায় পড়ে। আইএসপিআর তখন জানায়, বিমান বাহিনীর ইয়াক-১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমানটি ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ দুর্ঘটনায় পড়ে।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা 

Link copied!