৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচন।এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন্দুয়া পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সহ ১৭ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।
এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬ জন ,৫ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৬ জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী অন-লাইনে ৯ মে তারিখের মধ্যে মনোনয়ন পত্র দাখিল করেন।
যুবদল নেতা মুতাসিম বিল্লাহর সাথে কথা হলে তিনি বলেন আমি অনেক আগে থেকেই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে গণসংযোগ করে আসছি এবং মনোনয়ন ফরম দাখিল করেছি।এখন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর উপস্থিতিতে আমি নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি এবং আগামী ১৯ মে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করিব।
কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞার সাথে কথা হলে তিনি জানান উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আগামী ১৯ মে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করিবে।
জানা যায়, অন্য ৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী সমর্থক।
নির্বাচন অফিস সূত্র জানা যায়, কেন্দুয়া উপজেলায় ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলিয়ে ২ লাখ ৭২ হাজার ৩৩২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩৯৩৯৬,মহিলা ভোটার ১৩২৯২৪ ও হিজড়া ভোটার ০৬ জন।
কেন্দুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান ,চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৯ মে,১২ মে মনোনয়ন পত্র যাচাই বাছাই ,১৩-১৫ মে মনোনয়ন পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল,১৬-১৮ মে আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে,প্রতীক বরাদ্ধ ২০ মে ও ভোটগ্রহন ৫ জুন ব্যালটের মাধ্যমে সকাল ৮ টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :