নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে রাজিব মিয়া(২৬) নামে এক কৃষক আত্নহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ মে) দুপুরের দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বালুচর গ্রামে।নিহত রাজিব মিয়া ঐ গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজিব ও তার বৃদ্ধ মা এক সাথে সকাল ১০ টার দিকে খাবার খেয়েছেন।খাবার খেয়ে রাজিবের মা ধান শুকাতে বাড়ির সামনে যান।রাজিব তখন ঘরেই ছিল।তার মা কিছুক্ষন পর দুপুরের দিকে ঘরে এসে দেখেন রাজিব নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।এলাকাবাসী পরে কেন্দুয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আড়া থেকে লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
সান্দিকোনা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম জানান, বালুচর গ্রামের জব্বার মিয়ার ছেলে রাজিব মিয়া গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।ছেলেটি ছিল হাবাগোবা ধরনের।ঘটনাটি খুবই মর্মান্তিক ও দু:খজনক।
কেন্দুয়া থানার উপপরিদর্শক শফিউল আলম জানান বালুচর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে রাজিব মিয়া ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতালে প্রেরণ করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :