উজিরপুর (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহিন হাওলাদার সরকারি বিধি মোতাবেক ছুটি না নিয়ে মালেয়শিয়া ভ্রমণে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১২ মে) জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক টিটুল বিশ্বাস মৃত আঃ হাকিম বিশ্বাসের ছেলে।
লিখিত অভিযোগ সূত্র জানা গেছে, জনপ্রতিনিধিদের দেশের বাইরে বহির্গমন করতে হলে তাকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অথচ এই নির্দেশনা অমান্য করে গত শনিবার সকাল ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে মালেয়শিয়া যান ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার।
তবে ইউপি চেয়ারম্যান বিদেশ ভ্রমনের বিষয় কিছুই জানেন না উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযোগে টিটুল বিশ্বাস বলেন, চেয়ারম্যান হিসেবে মো.শাহীন হাওলাদার তার দায়িত্বের অবহেলা করে যাচ্ছেন। অনিয়ম করে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। হঠাৎ করে দেশ ত্যাগ করে মালেয়শিয়া চলে যাওয়ার ফলে ইউনিয়নের জনসাধারণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকার বিভিন্ন লোকজন ইউপি পরিষদে জন্মনিবন্ধন ও চেয়ায়ম্যান সনদ নিতে এসে তাকে না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন।
সাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.ফারুক হোসেন বলেন, আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে মৌখিকভাবে তিন দিনের জন্য ব্যক্তিগত সফরে মালেয়শিয়া গমন করেন। তার অনুপস্থিতিতে দৈনন্দিন কাজে কিছুটা জটিলতা হলেও তিনি চলে এলে এগুলো আবার ঠিক হয়ে যাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :