AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে বিস্ফোরণ, বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু


Ekushey Sangbad
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
০৮:৩৩ পিএম, ১২ মে, ২০২৪
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে বিস্ফোরণ, বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ পাওয়ার স্টেশন কোম্পানিতে বিদ্যুতায়িত হয়ে মো. মোবারক মিয়া (৩২) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। 

রবিবার (১২ মে) সকালে ওই রাজমিস্ত্রি মোবারক মিয়া বিদ্যুতায়িত হওয়ার পর এই বিষ্ফোরণ ঘটে। তখন তার গায়ে আগুন ধরলে তিনি পুড়ে মারা যান। তবে আগুনে বিদ্যুতের যন্ত্রাংশের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। 

নিহত মোবারক মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলদবাড়ী হাবির মিয়ার ছেলে। 

তিনি আশুগঞ্জ উপজেলার চরচারতলায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজমিস্ত্রি মোবারক মিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের ড্রেন ঢালাইয়ের কাজ করছিলেন। কাজের ফাঁকে তিনি সেখানে গেলে বিদ্যুতায়িত হন এবং তাৎক্ষণিক বিষ্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোবারক মিয়া মারা যান। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!