মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্লে থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ফ্রি চক্ষু চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছে শিক্ষার্থীরা এবং তারা খুবই খুশি হয়েছে।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের আয়োজনে ও মৌলভীবাজারেরর বিএনএসবি চক্ষু হাসপাতাল মাতারকাপনের সহযোগিতায় সোমবার ১৩ মে সকাল ১০টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
চিকিৎসা সেবা দেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল মাতারকাপনের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নুজহাতুল আসপিয়া, ডা. অনজন রায় দেবনাথ, ডা. রেদওয়ান হোসেন শাহরিয়ার এবং ডা. মোঃ মামুনুর রশিদ।
ফ্রি চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, সহকারী শিক্ষক মাঈনুদ্দিন মুন্সি মুহিনসহ সকল শিক্ষকমন্ডলী।
দিনব্যাপী চক্ষু ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা স্কুলের প্লে থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। অনুষ্ঠিত ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছে শিক্ষার্থীরা। এমন আয়োজনে অভিভাবকরাও খুশি প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :