ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে জান্নাতুল আক্তার নামে এক স্কুলশিক্ষার্থী মারা গেছে। সোমবার (১৩ মে) বিকেলে নৌ পুলিশের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয়রা। মাহমুদপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জান্নাতুল মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শেখ আনোয়ারের মেয়ে। সে চর হোসেনপুর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে চারটার দিকে বাড়ির কাউকে কিছু না বলে মৈনটের পদ্মা নদীতে গোসল করতে যায় জান্নাতুল। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় সে।
খোঁজাখুজির পর মাহমুদপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় স্থানীয়রা জান্নাতুলকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/ই.ক/সা.আ
আপনার মতামত লিখুন :