চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে গণযোগাযোগ অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় বিভিন্ন সামজিক ইস্যুতে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) বেলা ১১ টায় জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হাফিজুর রহমান হাফিজ।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সালাহউদ্দিন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার পরামানিক প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা নারীদের বাল্যবিবাহ, ইভটিজিং, আত্মহত্যা, স্মার্টফোনে আসক্তসহ নানা বিষয়ে সচেতন করেন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও মায়েরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :