বাগেরহাটের মোরেলগঞ্জে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের ২য় ক্লাব ম্যানেজমেন্ট (সিএমসি) কমিটির সভা বুধবার (১৫ মে) সকালে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
সিএমসি কমিটির সভাপতি মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস,একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ, ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বুলু, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার শারমিন আক্তার, মহিলা বিষয়ক অফিসের উচ্চমান সহকারী শফিকুল ইসলাম,প্রশিক্ষক নাসিমা আক্তার কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটরবৃন্দ প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান উপজেলায় ১৭ টি ক্লাবের কার্যক্রম গতিশীল শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন। এসময় শিক্ষকসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কিশোর -কিশোরী ক্লাবগুলোতে বিনোদনের পাশাপাশি প্রতিনিয়ত বাল্যবিবাহ প্রতিরোধ, নারী সচেতনতা বিষয়ক নানা প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালে নানা সদস্যর ও এর সামধান নিয়ে পরামর্শ দেওয়া হয়। এছাড়াও সংগীত, আবৃত্তি ও আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণ দেওয়া হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :