ময়মনসিংহের নান্দাইলে পুঁই শাক চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় পুঁইশাক চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।
উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের কৃষক মো.আবু তালেব ইয়াসিন(৪৮) ২ হাজার টাকা খরচ করে ৫ হাজার টাকার পুঁইশাক বিক্রি করেছেন। আরো ১৫ হাজার টাকার পুইশাক বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
নান্দাইল উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,চলতি বছর নান্দাইলে ২৫ হেক্টর জমিতে পুঁইশাক চাষ হয়েছে।হেক্টর প্রতি ফলন ১১.৫ মে.টন।
সরেজমিন শুক্রবার (১৭ মে) সকালে চরশ্রীরামপুর গ্রামে সরজমিনে ঘুরে দেখা যায়,পুইশাক চাষি ইয়াসিনের কলেজ পড়ুয়া ছেলে তরিকুল ইসলাম সাগর ক্ষেত থেকে পুইশাক কাটছেন বাজারে বিক্রির জন্য।
এসময় তরিকুল ইসলাম সাগর বলেন, ২০ শতক জমিতে আমরা পুইশাক চাষ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। ৫ হাজার টাকার পুইশাক বিক্রি করেছি। আরো ২০ হাজার টাকার পুইশাক বিক্রি করতে পারবো বলে আশা করি।
সাগর জানান, পুইশাকের পাশাপাশি করলা, মিষ্টি লাউ, রেগা, চিচিংগা চাষ করা হয়েছে। বাবার কাজে আমি সহযোগীতা করে থাকি।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান জানান, নান্দাইলে ২৫ হেক্টর জমিতে পুঁইশাক চাষ হয়েছে।
তিনি বলেন, পুঁইশাক আমাদের দেশের জনপ্রিয় এবং বেশ সুস্বাদু ও পুষ্টিকর একটি শাক। পুঁইশাক অধিক লাভজনক চাষ। পুঁইশাক সাধারণত দেড় থেকে দুই মাসের ফসল, তাই একই জমিতে বছরে ৬ থেকে ৮ বার চাষ করা যায়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :