বান্দরবান জেলার রুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, পুলিশের অস্ত্র লুট ও মসজিদে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৫ সদস্যকে দুইদিনের রিমাণ্ড শেষে আদালতে আনা হলে শুনানি শেষে তাদের ফের কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৭ মে) বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে দুপুরে ১৫ আসামিকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত।
এসআই জানান, রুমা ও থানচি থানার মামলায় ১৫ আসামিকে দুইদিনের রিমাণ্ড শেষে দুপুরে আদালতে হাজির করা হয়। পরে আদালত ১৫ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একুশে সংবাদ/বা.নি/সা.আ
আপনার মতামত লিখুন :