গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন। শনিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেন সিকদার নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় দুই যুবক।
মৃত শ্রমিকরা হলেন- চাঁদপুর জেলার বাকরপুর গ্রামের ছলেমান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৪০) ও গাইবান্ধা জেলার মো. নাহিদ (১৮)।
প্রতিবেশী আনোয়ারা বেগম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আলমগীর হোসেনর নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পাই। পরে আশপাশের লোকজনকে খবর দেই।
প্রতিবেশী শহিদুল ইসলাম শেখ বলেন, সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পেয়ে ফায়ার সার্ভিসে ফোন করি। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুই শ্রমিককে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ট্যাংকের মধ্যে অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু হতে পারে।
কাশিয়ানী থানার এসআই মো. সেলিম মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দুই শ্রমিক সুমন ও নাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। অসুস্থ দুই যুবককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
একুশে সংবাদ/স.টি/সা.আ
আপনার মতামত লিখুন :