চট্টগ্রামে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় সোর্সসহ পুলিশের এক এসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এসআই আমিনুল ইসলাম চট্টগ্রামের খুলশী থানায় কর্মরত রয়েছেন, আরেকজন হলেন সোর্স মো. জাহেদ।
রোববার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ ভরি স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন চট্টগ্রামের লোহাগাড়ার সৌদিপ্রবাসী আব্দুল মালেক। পথে নগরের টাইগারপাস এলাকায় তাকে আটক করেন এসআই আমিনুল ইসলাম। এসময় তার সোর্স মো. জাহেদ উপস্থিত ছিলেন। পুলিশ পরিচয়ে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেন তারা। নগরের বিভিন্ন সড়কে ঘুরিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারে তাকে ছেড়ে দেওয়া হয়। এসময় তার কাছ থেকে ১৭ ভরি স্বর্ণ ছিনিয়ে নেন তারা। পরে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ এসআই আমিনুল ইসলাম ও সোর্স মো. জাহেদকে আটক করে।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান জানান, পাঁচলাইশ থানা পুলিশ আটক করলেও ঘটনাস্থল খুলশী থানার আওতায় হওয়ায় আসামিদের সেই থানায় হস্তান্তর করা হয়েছে। আটক এসআইও খুলশী থানায় কর্মরত। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :