AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফসলি জমির মাটি কাটার মহোৎসব : আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা


ফসলি জমির মাটি কাটার মহোৎসব : আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের হোসেনডাঙ্গা এলাকায় অবৈধভাবে চলছে ফসলী জমি থেকে মাটি কাটার মহোৎসব। ট্রাক্টরযোগে এসব মাটি নিয়ে যাওয়ার পথে নষ্ট হচ্ছে সড়ক ও সড়কের পাশে থাকা ড্রেন। এমনি বেপরোয়া ট্রাক্টরের কারনে আতঙ্কে দিন পার করছে হোসেনডাঙ্গা হাজি তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এনিয়ে প্রতিবাদ করতে গেলে উল্টো নানারকম ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগ প্রভাবশালী মহলের বিরুদ্ধে। 

জানা যায়, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কাটছে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি। মাসখানেক আগে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২০ হাজার টাকা জরিমান করে ভ্রাম্যমাণ আদালত। তবে এতেও থেকে নেই সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি সিন্ডিকেটের অবৈধ কর্মকান্ড। 

স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী, শিক্ষক, শিক্ষার্থী সূত্রে জানা যায়, ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার পর হোসেনডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় সড়কে মাটি পড়ে নষ্ট হয়ে সড়ক। এমনকি গত কয়েকদিন আগেও বৃষ্টির জন্য একদিনেই ৭-৮টি সড়ক দুর্ঘটনায় কয়েকজন পথচারী আহত হয়েছে। এছাড়াও সড়কের পাশে থাকা পানি নিষ্কাশনের ড্রেন ভেঙেছে হোসেনডাঙ্গা গ্রামের বিভিন্ন জায়গায়। 

হোসেনডাঙ্গা হাজি তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হযরত আলী বলেন, দুই মাস আগে অবৈধ যান ট্রাক্টরে মাটি যাওয়ার সময় দুই শিক্ষার্থী আহত হয়। এরপর তাদেরকে মানা করা স্বত্বেও এই কর্মকান্ড বন্ধ হয়নি। শিক্ষার্থীরা এখন স্কুলে আসতে ভয় পায়। ছেলেমেয়েকে পাঠিয়েও আতঙ্কে থাকেন অভিভাবকরা। 

হোসেনডাঙ্গা গ্রাম উন্নয়ন পানি সরবরাহ সমিতির মাধ্যমে হোসেনডাঙ্গা গ্রামের প্রায় ৩৫০ পরিবারে খাবার পানি সরবরাহ করা হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ‍‍`র মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি তুলে গ্রামে এসব পানি সরবরাহ করা হয়। হোসেনডাঙ্গা গ্রাম উন্নয়ন পানি সরবরাহ সমিতির সাধারন সম্পাদক মো. রুহুল আমিন, অবৈধভাবে কাটা মাটি সড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময় পানি সরবরাহের লাইন নষ্ট করছে। এতে বিপাকে পড়েছে গ্রামবাসী। আমরা এর প্রতিকার চাই। 

ঝিলিম ইউনিয়ন পরিষদের ০৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. শরীয়ত আলী বলেন, দীর্ঘদিন ধরেই এসব অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে গ্রামবাসী অভিযোগ করলেও কোন প্রতিকার পাচ্ছে না। বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করি। এখানকার সড়ক, ড্রেন ও পানির লাইন নষ্ট হচ্ছে এসব মাটিভর্তি চলাচল করা ট্রাক্টরে। 

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!