রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিকের মো. মোস্তফা মুন্সি পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ৭৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতিকের মো. শহিদুল ইসলাম খান পেয়েছেন ৯ হাজার ৬১৬ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে টিয়া প্রতিকের মো. আসাদুজ্জামান চৌধুরী আসাদও পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২০ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতিকের এবিএম বাতেন পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে কলস প্রতিকের আফরোজা রাব্বানী নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৫ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রার্থী হাঁস প্রতিকের সালেহা আক্তার বুলবুলি পেয়েছেন ১৪ হাজার ৬২১ ভোট।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের গোয়ালন্দ উপজেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। তবে বেশিরভাগ কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায়নি। ভোটার উপস্থিতিও ছিল তুলনামূলক কম। এদিকে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলা পরিষদ সভাকক্ষে ৪১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে রাত ৯টার দিকে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, উপজেলা নির্বাচন অফিস মো.জসিমউদদীন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সি প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :