AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংবাদ প্রকাশের পর কালীগঞ্জে গাছ কাটা বন্ধ


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৪:০৫ পিএম, ২২ মে, ২০২৪
সংবাদ প্রকাশের পর কালীগঞ্জে গাছ কাটা বন্ধ

সড়ক প্রসস্থকরণের নামে কালীগঞ্জের নলছাটা-উলুখোলা ভায়া নাগরী সড়কের দুই পাশে থাকা সরকারী শত শত ফলজ ও বনজ গাছ কেটে নেয় স্থানীয়রা। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়ে চড়ে বসে উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার সকাল থেকেই উপজেলা প্রশাসনের একটি দল নলছাটা- উলুখোলা ভায়া নাগরী সড়কের পাশের এলাকা হতে ফলজ ও বনজ কাটা গাছ জব্দ করা হয়েছে বলে জানায় (এলজিইডি) এর কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার । উল্লেখ যে, কয়েকদিন পূর্বে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলা প্রশাসন মাইকিং করে দশ-বার দিনের মধ্যে গাছ কেটে ফেলার নির্দেশনা জারী করে। ফলে স্থানীয়রা তাদের দখলীয় জমির পাশের সড়কের শত শত গাছ কেটে নিয়ে যায়। 

লাখ লাখ টাকা মূল্যের মেহগনী,রেইনট্রি,আম-জাম, কাঠাল, কামরাঙ্গাসহ গাছ কেটে নেয়ার ফলে রাষ্ট্র অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে অপরদিকে পরিবেশেরও মারাতœক ক্ষতি হয়। 

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার প্রতিদেককে জানান, ইউএনও স্যারসহ সরেজমিনে গিয়ে কিছু কাটা গাছ জব্দ করে নাগরী ইউনিয়ন ভ‚মি অফিস প্রাঙ্গনে রাখা হয়েছে। আর যাতে কেউ গাছ না কাটে সে ব্যাপারে এলাকার জনসাধারণকে নিষেধ করা হয়েছে।  

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!