AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিমলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


Ekushey Sangbad
রেজোয়ান ইসলাম, নীলফামারী
০১:০৬ পিএম, ২৪ মে, ২০২৪
ডিমলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (২৪ মে) সকাল ৯টার দিকে এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার।

ঘটনাটি ঘটেছে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজারে। দু‍‍`ঘণ্টার এ অভিযানে বাজারের ৩০ শতাংশ জায়গায় ১৫ জনের মালিকানায় অবৈধভাবে গড়ে উঠা ২০টি দোকান-পাট ভাঙ্গা পড়েছে। তবে ব্যবসায়ীদের পক্ষে অভিযোগ করা হয়েছে, নিয়ম ভঙ্গ করে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

দোকান মালিক আলহাজ্ব রাসেল সরকার বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। এ অভিযানে আমাদের কোনো নোটিশ প্রদান করা হয়নি। দোকানের মালামাল ও স্থাপনাসহ ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর দায় কে নেবে?

পান ব্যবসায়ী স্বপন মিয়া বলেন, আজকের এই অভিযান সম্পর্কে আমরা কিছুই জানিনা না। যদি জানতাম তাহলে আমার দোকানের মালামাল সরিয়ে রাখতাম।

এ প্রসঙ্গে ফারজানা আখতার বলেন, অবৈধ দখলদারদের বারবার নোটিশ দেওয়ার পরেও তারা স্থাপনা সরাতে ব্যর্থ হয়েছে। এ কারণে শুটিবাড়ী বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারী জায়গা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজারে অবৈধভাবে গড়ে উঠা অন্যান্য স্থাপনা ভেঙ্গে সরকারী জায়গা উদ্ধার করতে এ অভিযানে অব্যাহত থাকবে।

একুশে সংবাদ/এস কে

Link copied!