AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গায়ে হলুদ শেষে নদীতে গোসলে গিয়ে বর নিখোঁজ


গায়ে হলুদ শেষে নদীতে গোসলে গিয়ে বর নিখোঁজ

বরিশালের উজিরপুরে গায়ে হলুদের  শেসে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে বর নিখোঁজ । শুক্রবার (২৪ মে) দুপর সারে ১২ টার  দিকে এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়। নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুর জেলার  কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো. মিন্টু খানের ছেলে। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়ি চালক।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান , নিখোঁজ আরিফ দু.সম্পর্কের মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী এলাকায় আসেন।

শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের কন্যা নিপা আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরে বেলা  ১২ টার দিকে তার ২ ভাই সহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামে। এ সময় স্রোতের  টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকে। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় বর আরিফ।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরী নিখোঁজের সন্ধানে তল্লাশী করছে।

উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরীদের টিম লিডার মো. নজরুল ইসলাম  বলেন, নতুন বিয়ে করা বর স্রোতের  টানে ভেসে গিয়েছে। তার সন্ধানে ডুবুরীরা নদীতে তল্লাশী করছেন।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের সাথে পুলিশের একটি টিম কাজ করছে।  বিয়ে বাড়িতে ছিল আনন্দ উৎসব খুশির বন্যা নিমিষে সকল আনন্দ শেষ হয় এখন শোকে মাতাম, রিপোর্ট লেখা পর্যন্ত বর নিখোঁজ রয়েছে, তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 একুশে সংবাদ/এস কে


 

 

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!