AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
পূর্ব ঘোষণা অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব

দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে  সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ


দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে  সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ

পূর্ব ঘোষণা অনুযায়ী ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে কোন সময় পদ্মা উত্তাল হয়ে উঠতে পারে। 

রবিবার (২৬ মে) সকাল সাড়ে ৯টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া, মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নিদেশ না দেয়া পযর্ন্ত সেখানে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। লঞ্চ বন্ধ থাকলেও এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিএ‍‍`র ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বঙ্গোপোসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল উপকূলের দিকে ধেয়ে আসছে। এতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে কোন সময় পদ্মা নদীর পানি উত্তাল হয়ে ওঠতে পারে। তাই নৌ-দুঘর্টনা এড়াতে উধ্বর্তন কতৃর্পক্ষের নিদেশনা অনুযায়ী আজ সকাল সাড়ে ৯টা থেকে পরবর্তী নিদের্শ না দেওয়া পযর্ন্ত দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে বিআইডাব্লিউটিসি‍‍`র দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, এই নৌরুটে লঞ্চ বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!