AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটার উপস্থিত ছাড়া ভোট হবে, ওই দিন চলে গেছে : ইসি রাশেদা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, দিনাজপুর
০২:৫৩ পিএম, ২৬ মে, ২০২৪
ভোটার উপস্থিত ছাড়া ভোট হবে, ওই দিন চলে গেছে : ইসি রাশেদা

‘বাস্তবতা হলো ভোটারদের সঙ্গে প্রার্থীদের সম্পর্ক ভালো নেই। ভোটার ছাড়া ভোট হয়ে যাবে, ওই দিন চলে গেছে। তাই প্রার্থীরা ভোটারদের কাছে যান, তাদের সঙ্গে সম্পর্ক ভালো করেন। তাদের কাছে টেনে নেন। তাদের ভোটেই আপনাকে নির্বাচিত হতে হবে। সেই সঙ্গে ভোট নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে অবশ্যই আপনার এজেন্ট নিশ্চিত করতে হবে। সেই দায়িত্ব প্রতিটি প্রার্থীকে সুষ্ঠুভাবে পালন করতে হবে।’

২৬ মে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা কাউকে ছাড় দেব না। সকলের সহযোগিতা নিয়ে আমরা সুষ্ঠু নির্বাচন করছি। কেউ যদি সুষ্ঠু নির্বাচনের ব্যতিক্রম কিছু ঘটাতে চায় তাকে আইনের আওতায় আনা হবে।’

এজেন্ট নিয়োগের গুরুত্ব তুলে ধরে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোটকেন্দ্রে প্রার্থীকে তার এজেন্ট নিশ্চিত করতে হবে। প্রত্যেক প্রার্থীকে এ বিষয়ে সতর্ক হতে হবে এবং সচেতন ব্যক্তিকে এজেন্ট নিয়োগ করতে হবে।  এজেন্টরাই প্রতিটি কেন্দ্রে অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদ করবেন। এজেন্ট শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করবেন এবং প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফলের তালিকা হাতে নিয়ে তবে কেন্দ্র ত্যাগ করবেন।’

জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম।

একুশে সংবাদ/ সম.টি/ এসএডি 

Link copied!