ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় কঠিন ও জটিল রোগে আক্রান্ত ২০ জন মানুষের মাঝে ১০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।
এসময় রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না , ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, শেফালী বেগম ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, শিক্ষা কর্মকর্তা তোবারক হুসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, জাতীয় পাটির যুগ্ন সম্পাদক আবু তাহের সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।
রাণীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম জানান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কঠিন ও জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২০ জন রোগীকে মোট ১০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :