সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। পুলিশ সদস্যদের দ্রুত কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার গেটে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই আসলাম, কনস্টেবল ফয়সাল, মিলন ও মিজান।
বৃহস্পতিবার (৩০ মে) রাত আনুমানিক ৮টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু ও পরাজিত প্রার্থী আলাতাফ হোসেন লাল্টুর কর্মী-সমর্থকদের সঙ্গে নির্বাচনপরবর্তী বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এটাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে কলারোয়া থানা পুলিশ উভয়পক্ষকে মীমাংসার লক্ষ্যে থানায় বসার আহ্বান জানায়।
মীমাংসায় একমত পোষণ না হওয়ায় উভয়পক্ষকে লিখিতভাবে অভিযোগ দায়েরের আহ্বান জানান কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম। একপর্যায়ে পরাজিত প্রার্থী আলাতাফ হোসেন লাল্টুর সমর্থক ও আওয়ামী লীগ নেতা মজনু চৌধুরী থানার গেটের সামনে গিয়ে ওসির বিরুদ্ধে কটূক্তি করেন। আর এ কটূক্তিকে কেন্দ্র করেই হট্টগোল শুরু হয়।
পুলিশ বিষয়টি থামাতে গেলে পরাজিত প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর কর্মী-সমর্থকদের হামলার শিকার হন। এসময় উক্ত ৪ পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :