ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে শুক্রবার ( ৩১ মে) বিকালে বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে।
খবর পেয়ে বর পক্ষ পালিয়েছে। কনে পক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জানা যায়, কোটচাঁদপুরের জালালপুর গ্রামের মিন্টু মন্ডলের মেয়ে মোছাঃ আফরোজা খাতুনের সাথে গত ১ মাস আগে বিয়ে হয় কালিগঞ্জ রায়গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে বেল্টুর। এসময় মেয়ের বয়স হয়েছিল ১৫ বছর ৯ মাস ১৩ দিন। সে জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
শুক্রবার ছিল কনেকে তুলে নেবার দিন। এমন সময় বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালত অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে। বাল্যবিবাহ দেয়ার অভিযোগে তিনি মিন্টু মন্ডলকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে কনেকে তুলে নিতে বরপক্ষ কনে পক্ষের বাড়িতে পৌছানোর আগেই জানতে পারেন অভিযানের কথা। এসময় তারা কনেকে না নিয়ে বাড়িতে ফিরে যান বলে জানা গেছে। উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, কুশনা ইউনিয়নের চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ, তালসার পুলিশ ফাঁড়ির সহ উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম।
একুশে সংবাদ/সু.কু.উ/সা.আ
আপনার মতামত লিখুন :