AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেট সিটিতে নতুন করে বন্যা আক্রান্ত চার হাজার পরিবার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০২:০০ পিএম, ১ জুন, ২০২৪
সিলেট সিটিতে নতুন করে বন্যা আক্রান্ত চার হাজার পরিবার

সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের নদীর পানি কমলেও সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেট শহর এলাকায় সুরমা নদীর পানি বিপৎসীমার ১০.৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টির কারণে নদীর পানি না নামায় সিলেট নগরীর উপশহর, তালতলা, মাছিমপুর, ছড়ারপার, উপশহর, তেরোরতন, তালতলা, যতরপুরসহ বেশি কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে।

শুধু মাত্র সিলেট সিটি করপোরেশন এলাকায় নতুন করে বন্যা আক্রান্ত হয়েছে চার হাজার পরিবার। বিভিন্ন এলাকায় বসত ঘরে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে সাধারণ মানুষ।

এ দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর বাঁধ উপচে পানি ঢোকার কারণে উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরভার ১১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়ক। পুরো উপজেলাতে খোলা হয়েছে ৫৫ টি আশ্রয় কেন্দ্র।

এ দিকে শনিবার সকালে সিলেট নগরীরর উপশহরের বন্যা কবলিত এলাকা তেরোরতন পরিদর্শন করেন সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি ।

এ সময় তিনি বলেন, যথা সময়ে সুরমা নদী খনন না হওয়ার কারনে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে সরকার সতকর্তার সাথে বন্যা মোকাবিলা করছে।

স্থানীয় এই সংসদ সদস্য সাংবাদিকদের বলেন, ২০২২ এ বড় বন্যা হলো। নদী খনননের প্রকল্প হাতে নেয়া হয়। কাজ শুরু হলো। অল্প কিছু দিন পরে নানা অজুহাতে বন্ধ হয়ে গেলে। এখনও শুরু হয়নি। কাজটা শেষ হলে পানি দ্রুত সরে যেত। শহর রক্ষা পেতো।

জেলা প্রশাসন জানায়, সিলেট জেলার আটটি উপজেলা ও দুটি পৌরসভাসহ ও মোট ৬৮ টি ইউনিয়নে বন্যা আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৯৭ হাজার ৩৩ জন। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ৫৫০ টি।

পানি উন্নয়ন বোর্ড বলছে, কানাইঘাটে এবং জকিগঞ্জে সুরমা-কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার কারনে সিলেট শহরের সুরমা নদীর পানি বাড়ছে। তবে ভারতে চেরাপুঞ্জিতে বৃষ্টি কমেছে। আগামী এক সপ্তাহের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।

সিলেটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাশ বলেন, কানাইঘাটে সুরমা নদীর পানি প্রায় ৯০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। কুশিয়ারা নদরি অমলশীদ পয়েন্টে প্রায় দুই মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কারণে সিলেট শহরে বিপৎসীমার প্রায় ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা কবলিত এলাকাগুলোয় পর্যাপ্ত খাবার আর বিশুদ্ধ পানি সরবরাহ ঠিক রাখার অনুরোধ জানিয়েছেন বন্যা দুর্গতদের।


একুশে সংবাদ/এ.ট.প্র/জাহা

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!