ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরশহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুরাদ ভূঁইয়া (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি পৌরসভার কাকচর মহল্লার বাসিন্দা ও পৌরসভার ট্রাকচালক মো. তফাজ্জল হোসেনের ছেলে।
মুরাদ শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৮টার দিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর হয়ে লিফলেট বিতরণ করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয় সূত্র জানায়, মুরাদসহ বেশ কয়েকজন মিলে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের প্রার্থীর হয়ে লিফলেট বিতরণ করছিলেন।
এসময় বেশ কয়েক জায়গায় বাধার মুখে পড়েও তিনি বিতরণ অব্যাহত রাখেন। একপর্যায়ে পৌর শহরের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশের সড়কে তিনি প্রতিপক্ষের ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মুরাদ নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনার পর উত্তেজিত জনতা নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম সালামের কার্যালয় ভাঙচুর করে।
জানা যায়, মুরাদ ভূঁইয়া শুক্রবার বিকালে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনি লিফলেট বিতরণ করছিলেন। এসময় প্রতিপক্ষ কিছু তরুণের সামনে পড়লে উভয়পক্ষে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুরাদ ভূঁইয়া সেখানে ছুরিকাঘাতের শিকার হন।
এ ব্যাপারে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া একুশে সংবাদকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
একুশে সংবাদ/তা.ক.জে/সা.আ
আপনার মতামত লিখুন :