নাটোরের লালপুরে বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেডের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১লা জুন) বিকেলে চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর বাজারে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেডের লালপুর প্রতিনিধি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেডের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এম আইয়ুব, আইন বিষয়ক উপদেষ্টা জাহিদুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর আখতার আহমেদ, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হীরেন্দ্রনাথ প্রামাণিক, আব্দুলপুর ইজিবাইক স্ট্যান্ড এর সভাপতি খোশবার সরদার, সাংবাদিক জামিরুল ইসলাম মাষ্টার প্রমুখ।
অনুষ্ঠানে ইলেকট্রিক মোটরযান চালকদের ট্রেনিং এর আওতায় এনে বি আর টি এর মাধ্যমে গাড়ি রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :