AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমনিরহাটে হঠাৎ ঝড়ের কবলে উপড়ে পড়েছে বটগাছ


লালমনিরহাটে হঠাৎ ঝড়ের কবলে উপড়ে পড়েছে বটগাছ

লালমনিরহাটে হঠাৎ কালবৈশাখী ঝড় তান্ডব দেখিয়েছে। ঝড়ের তান্ডবে শহরের খোর্দ সাপটানা হালাবটতলার রহস্যঘেরা প্রাচীন একটি বটগাছ উপড়ে পড়েছে।

শনিবার (১ জুন) মধ্যরাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে বটগাছটি। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন সড়কের বড় বড় গাছপালা ভেঙে পড়েছে, ক্ষতি হয়েছে অনেকের বসতবাড়িরও। লালমনিরহাট জেলা প্রশাসন জানিয়েছে ঝড়ের ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ চলছে।

স্থানীয়রা জানায়, খোর্দ সাপটানার এলাকার এই গাছটির ডালপালা হেলে থাকার কারণে এই গাছটিকে সবাই হালাবটগাছ বলে চেনে। সময়ের সাথে সাথে জায়গায় নাম হালাবটতলা নামে পরিচিতি পায়। স্থানীয় রফিক মিয়া জানান, শনিবার রাতে ১২ টার দিকে ঝড়ের কবলে পড়ে শতবর্ষী বটগাছটি গোড়া থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। এতে বটগাছের নীচে অবস্থানরত এলাকা আতিক বাবু (৩৫) উজ্জ্বল মিয়া (২৬)সহ আরো কয়েকজন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

২০০ বছরের পুরনো বটগাছ

একই এলাকার বাসিন্দা আমির আলী বলেন, এখানে ঈদগা মাঠ ও একটি মাদ্রাসা রয়েছে। এই বটগাছটি প্রায় ২০০ বছরের পুরনো এখানে দূর দুরান্ত থেকে মানুষ তার বিভিন্ন মন ইচ্ছা পূরণ করতে মানতও গাছের গোড়ায় পূজা আর্চনা করা হতো। কথিত আছপ এই গাছটির ডালপালা কাটতে গিয়ে অনেকের রক্তখরণ হয়েছিলো তবে কেউ চোখে দেখেনি। আতংক ছিলো এই বটগাছটিকে ঘীরে। রাতে গাছটি ভেঙে পড়ার খবর শুনে জেলার বিভিন্ন এলাকা থেকে গাছটি দেখার জন্য আসছেন।

এ বিষয়ে লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন বলেন, খবর শুনে আমি স্থল পরিদর্শন করেছি জেলা পরিষদের সঙ্গে কথা হয়েছে তারা আগামী পরশু গাছটিকে অপসারণ করবে বলে জানিয়েছেন।

লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, হালাবটতলার প্রাচীন বটগাছটি উপড়ে পড়ার খবর পেয়েছি। সদর উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ও মানুষের ঘরবাড়ির ক্ষতি হয়েছে।স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে। তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!