স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের কারিগরী প্রশিক্ষণ চালেঞ্জ সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ লক্ষ্মীপুর জেলা শহরের সমাজ সেবা কার্যালয়ে সোমবার (৩ জুন) অনুষ্ঠিত হয়। সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারী।
প্রশিক্ষণ উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, ফ্রীল্যান্সার নুর হাসান,পারভেজ হোসেন তারেক প্রমুখ। এতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ৫০ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ, প্রকল্প হাতে নিয়েছে সরকার।
তরুণ সমাজ বেকার হয়ে পড়ে থাকলে চলবে না। নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হলে অবশ্যই প্রযুক্তি জ্ঞান থাকতে হবে। তাই আসুন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলে এক সাথে কাজ করি স্মাট বাংলাদেশ গড়ে তুলি।
একুশে সংবাদ/র.ই.জে/সা.আ
আপনার মতামত লিখুন :